জাবি সাবেক উপাচার্য অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ আর নেই

 প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২২, ০৩:১১ অপরাহ্ন   |   শোক ও মৃত্যুবার্ষিকী

জাবি সাবেক উপাচার্য অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ আর নেই


মাহমুদুল হাসান (জাবি প্রতিনিধি) : 



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ আর নেই। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।




অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ ১৯৯৮ সালের ১৮ জুলাই থেকে ১৯৯৯ সালের ০৯ ডিসেম্বর পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। এর আগে তিনি এ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ১৯৯৯ সালের ০৯ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ করেন। তিনি কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসন থেকে ১৯৯৯ সালের উপ-নির্বাচনে ও ২০০১ সালে ৮ম জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে তিনি ২০০৯ থেকে ২০১৩ সন পর্যন্ত প্রধানমন্ত্রীর শিক্ষা, সামাজিক উন্নয়ন ও রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করেন।



অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদ ১৯৪৭ সালে কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার বুরুদিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এসসি, ১৯৮২ সালে জাপানের কানাজাওয়া বিশ্ববিদ্যালয় থেকে এম.এস এবং ১৯৮৫ সালে জাপানের তোহোকু বিশ্ববিদ্যালয় থেকে ডি.এসসি ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৭৩-১৯৭৭ সাল পর্যন্ত বাংলাদেশ সরকারের ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭৭ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি ১৯৮৫ সালে সহকারী অধ্যাপক, ১৯৮৭ সালে সহযোগী অধ্যাপক এবং ১৯৯২ সালে অধ্যাপক পদে পদোন্নতি লাভ করেন। 

   



অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ প্রকাশ করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো: নূরুল আলম। এক শোক বার্তায় উপাচার্য বলেন, অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদের মৃত্যুতে দেশ ও জাতির অপূরণীয় ক্ষতি হলো। রাজনীতি এবং রসায়নে তাঁর জ্ঞান এবং প্রাজ্ঞতায় জাতি সমৃদ্ধ হয়েছে। এসময় তিনি প্রয়াত অধ্যাপক ড. আলাউদ্দিন আহমেদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।


#...


শোক ও মৃত্যুবার্ষিকী এর আরও খবর: